• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

লাখো মানুষের অশ্রুসিক্ত বিদায়, খুনিদের প্রকাশ্য বিচার চাইলেন হাদির ভাই


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:০১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা-পূর্ব বক্তব্যে নিহতের বড় ভাই আবু বকর সিদ্দিক তার ভাইয়ের হত্যার বিচার প্রকাশ্য দিবালোকে এই বাংলার মাটিতেই কার্যকর করার জোর দাবি জানিয়েছেন।

শনিবার দুপুরে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে মানিক মিয়া এভিনিউ, খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

ভাইয়ের বিচার চাইলেন আবু বকর জানাজার আগে আবেগঘন বক্তব্যে বড় ভাই আবু বকর সিদ্দিক বলেন, "আজ আট দিন হয়ে গেল। প্রকাশ্য দিবালোকে জুমার নামাজের পর খুনি গুলি করে পার পেয়ে গেল। আমার কোনো চাওয়া-পাওয়া নেই, শুধু আমার ভাই হত্যার বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে দেখে যেতে পারি।" তিনি আরও বলেন, "হাদি সব সময় শহীদি মৃত্যু কামনা করত, আল্লাহ হয়তো তার সেই তামান্না কবুল করেছেন। ওর মাত্র ৮ মাস বয়সী একটি সন্তান আছে। ওর স্ত্রী ও সন্তানের জন্য সবাই দোয়া করবেন।"

প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ও অঙ্গীকার জানাজায় উপস্থিত হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, "ওসমান শরিফ হাদিকে আমরা বিদায় দিতে আসিনি, তুমি আমাদের বুকের মধ্যেই আছো। বাংলাদেশ যত দিন টিকে থাকবে, তুমি আমাদের মাঝে বেঁচে থাকবে।" হাদির আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, "তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছ, সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই শপথ নিতেই আমরা আজ এখানে একত্র হয়েছি।"

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার মৃত্যু হয় এই তরুণ নেতার। জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।