শার্শার গোগায় খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬
মাসুদুর রহমান শেখ, শার্শা:
শার্শার গোগায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোগা দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন গোগা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার বড় হুজুর মাওলানা আব্দুল মজিদ। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সহ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ¦ নুরুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও প্রভাষক মানুনুর রশিদ, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী বিশ্বাস, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাগআচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাবু, গোগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ডিহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মীর ফারুক হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন লিটন সহ অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তি ও আলেম ওলামারা।
আপনার মতামত লিখুন :