
স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার লেবুতলা কোদালিয়া বটতলা এলাকায় বাসে ওঠার সময় সড়ক দুর্ঘটনায় ফারিয়া (১৩) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
আহত ফারিয়া কোদালিয়া লেবুতলা গ্রামের মাহবুব রহমানের মেয়ে এবং খাজুরা মণীন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার সময় বাসে ওঠার চেষ্টাকালে হঠাৎ পা পিছলে গেলে বাসের নিচে চাপা পড়ে সে মারাত্মক আহত হয়।
স্থানীয়রা দ্রুত ফারিয়াকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :