• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নিউইয়র্কে অফিস গুটাচ্ছে জাতিসংঘ: কর্মী ছাঁটাই ও মিশন বন্ধের ঘোষণা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক : সদস্য দেশগুলোর কাছে বিশাল অঙ্কের বকেয়ার কারণে চরম অর্থসংকটে পড়েছে জাতিসংঘ। এই পরিস্থিতিতে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ২০২৬ সালের জন্য ১৫ দশমিক ১ শতাংশ বাজেট কমানো এবং ১৮ দশমিক ৮ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১ ডিসেম্বর) ২০২৬ সালের জন্য ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলারের বাজেট ঘোষণা করেন গুতেরেস, যা ২০২৫ সালের বাজেট থেকে ৫৭৭ মিলিয়ন ডলার কম।

জাতিসংঘ মূলত সদস্য দেশগুলোর বার্ষিক দানের টাকায় চলে। তবে উন্নত বিশ্বের দেশগুলোর যে পরিমাণ অর্থ দেওয়ার কথা, তারা তা দিচ্ছে না। এতে করে বর্তমানে দাতা দেশগুলোর কাছে জাতিসংঘের পাওনা ১ দশমিক ৫৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এবং বকেয়ার পরিমাণ দ্রুত ২ ট্রিলিয়ন ডলারের দিকে যাচ্ছে।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়েছে, অর্থ না দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, মেক্সিকোর মতো প্রভাবশালী দেশগুলো।

বাজেট কমানোর অংশ হিসেবে জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে মোট ২ হাজার ৬৮১টি পদ বাদ দিয়ে নতুন বাজেট সমন্বয় করা হবে। গুতেরেস জানান, দাতা দেশগুলো অর্থ না দেওয়ায় আগে থেকেই প্রায় ১৮ শতাংশ পদ খালি হয়ে ছিল। এসব পদের কর্মীরা চলে যাওয়ার পর অর্থাভাবে নতুন করে লোক নেওয়া সম্ভব হয়নি।

ব্যয় কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় কোপ পড়েছে বিশেষ রাজনৈতিক মিশনে (Special Political Missions)।
  • এই খাতের বাজেট ২০২৫ সাল থেকে ২০২৬ সালে ১৪৯ দশমিক ৫ মিলিয়ন কমিয়ে ৫৪৩ দশমিক ৬ ডলারে নিয়ে আসা হবে। যা গত বছরের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ কম।
  • এই বাজেট কমানোর ফলে কয়েকটি মিশন এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

তবে, দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাজেট অপরিবর্তিত থাকবে:
  •  ইউএনআরডব্লিউএ (UNRWA): ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক এই সংস্থার বাজেট আগের মতোই থাকবে, কারণ সেখানে জাতিসংঘের সহযোগিতার ব্যাপক চাহিদা ও প্রয়োজনীয়তা রয়েছে। ২. আফ্রিকার উন্নয়ন বিষয়ক সংস্থা: এই সংস্থার বাজেটও ২০২৫ সালের সমান থাকবে।
ব্যয় কমানোর জন্য জাতিসংঘ নিউইয়র্ক থেকেও তাদের উপস্থিতি কমাচ্ছে। মহাসচিব গুতেরেস জানিয়েছেন, ২০২৭ সালের শেষ দিক থেকে তারা দুটি অফিস ভবনের লিজ বাতিল করবেন। এতে করে ২০২৯ সাল থেকে বছরে ২৪ দশমিক ৫ মিলিয়ন ডলার সাশ্রয় হবে। নিউইয়র্কে বিভিন্ন অফিস বন্ধ করে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত বৈশ্বিক সংস্থাটি মোট ১২৬ মিলিয়ন ডলার সাশ্রয় করেছে।