ঢাকার রামপুরা থেকে যশোরের সাবেক কাউন্সিলর ‘টাক মিলন’ গ্রেপ্তার
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩
নিজস্ব প্রতিবেদক :
যশোর জেলা যুবলীগের প্রভাবশালী নেতা ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলন’কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর রামপুরা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মিলন যশোর শহরের পুরাতন কসবা এলাকার রোস্তম আলীর ছেলে।
অভিযোগ ও মামলার পাহাড় পুলিশ জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অসংখ্য অভিযোগ রয়েছে মিলনের বিরুদ্ধে। ওসি মোহাম্মদ আলী জানান, তার বিরুদ্ধে যশোর ও দেশের বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরক আইনসহ অন্তত ১৪টি মামলা রয়েছে। বেশ কিছু মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর ডিবির একটি টিম তার অবস্থান শনাক্ত করে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুরানো অপরাধের খতিয়ান তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, টাক মিলন ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া ২০১৯ সালের ২৭ জানুয়ারি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় তার নেতৃত্ব ছিল বলে পুলিশের তদন্তে উঠে আসে। শহরের পালবাড়ি এলাকায় অবস্থিত রয়েল কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন ধরে ক্যাসিনো (জুয়া) ব্যবসা পরিচালনার হোতা হিসেবেও তার কুখ্যাতি রয়েছে।
গ্রেপ্তারের ইতিহাস এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন এই আলোচিত নেতা। ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে দুবাই থেকে স্ত্রী-সন্তানসহ দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মদ্যপ অবস্থায় তিনজন সহযোগীসহ তিনি পুলিশের হাতে ধরা পড়েছিলেন।
যশোর ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মিলনকে যশোর নিয়ে আসার প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হতে পারে।
আপনার মতামত লিখুন :