• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে প্রতারক চক্রের সদস্য আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫, ৬:২১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
প্রতারণার মাধ্যমে এক দিনমজুরের কাছ থেকে টাকা হাতিয়ে পালানোর সময় যশোর জেনারেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের সদস্যরা এক প্রতারককে আটক করেছে। আটক ব্যক্তির নাম মোতালেব। তিনি মনিরামপুর উপজেলার ইত্যা গ্রামের মুজাম আলীর ছেলে। বর্তমানে তিনি চোরমারা দীঘিরপাড় এলাকায় বসবাস করেন।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম নড়াইলে দিনমজুরের কাজ করেন। বুধবার সকালে নড়াইল থেকে বাসযোগে মনিহার এলাকায় নামার পরই প্রতারক মোতালেবের খপ্পরে পড়েন তিনি। কথাবার্তার একপর্যায়ে শরিফুলের কাছ থেকে সাড়ে সাত হাজার টাকা হাতিয়ে নেয় মোতালেব।
টাকা নেওয়ার পর মোতালেব দ্রুত পালানোর চেষ্টা করে যশোর জেনারেল হাসপাতাল চত্বরে গিয়ে লুকানোর চেষ্টা করেন। এসময় ভুক্তভোগী শরিফুল ঘটনাটি হাসপাতাল পুলিশ ক্যাম্পে জানালে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মোতালেবকে আটক করে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতালেব প্রতারণার বিষয়টি স্বীকার করেন। তিনি এর আগেও বিভিন্ন সময় নানা কৌশলে মানুষকে প্রতারণা করেছেন বলেও পুলিশের কাছে স্বীকারোক্তি দেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন সাফায়েত প্রতারক মোতালেবকে মামলা দিয়ে কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।