• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচ প্রতিষ্ঠান মালিককে জরিমানা


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে অননুমোদিতভাবে ক্লিনিক ও মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট পরিচালনার অভিযোগে দুই পরিচালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম উপজেলার রাজগঞ্জ বাজারে আদালত পরিচালনা করে তাদের ৭০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। 
একই অভিযানে অবৈধ পলিথিন, কারেন্টজাল বিক্রি ও লাইসেন্স বিহীন ব্যবসা করার অভিযোগে আদালত আরও তিন দোকানিকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন। এসময় আদালত ৪২ কেজি পলিথিন ও তিন কেজি কারেন্ট জাল জব্দ করেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিয়াজ মাখদুম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মনিরুজ্জামান মনি নামে এক ব্যক্তি নিজে কোন ডিগ্রিধারী না হয়েও রাজগঞ্জ বাজারে অননুমোদিতভাবে সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট স্থাপন করে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। এই অভিযোগে আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে মনিরুজ্জামান মনিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
নিয়াজ মাখদুম বলেন, এসময়
লাইসেন্সবিহীন ক্লিনিক চালানোর অপরাধে একই বাজারের তকী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক আব্দুর রহিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা আদায়ের পর প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এসিল্যাণ্ড আরও বলেন, অবৈধ পলিথিন বিক্রির অভিযোগে রাজগঞ্জ বাজারের গৌতম দাসকে দুই হাজার টাকা ও কারেন্টজাল বিক্রির অভিযোগে ফজর আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা  ৪২ কেজি পলিথিন ও তিন কেজি কারেন্ট জাল জব্দ করেছি। 
'এছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে জামান সাইকেল স্টোরের মালিক সাইদুজ্জামানকে এক হাজার ৫০০ টাকা টাকা জরিমানা করা হয়েছে', বলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিয়াজ।
অভিযানে মনিরামপুর হাসপাতালের চিকিৎসক খালেকুজ্জামান মুজাহিদ ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।
ছবি : আজ বৃহস্পতিবার দুপুরে মনিরামপুরের রাজগঞ্জ বাজারে সুপারস্টার মেডিকেল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।