• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

জনগণের আস্থা অর্জন করতে সত্য, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে কাজ করতে হবে


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা পেশাজীবী থানার কর্মী ও সহযোগী সমাবেশ বক্তারা বলেছেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। কর্মী ও সহযোগীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে সত্য, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের এ সংগ্রামে কোনোরূপ শৈথিল্যের সুযোগ নেই।

শুক্রবার সন্ধায় শহরের প্রাচ্য সংঘের ওবায়দুলবারী অডিটরিয়ামে  অনুষ্ঠানে পেশাজীবী থানা শাখার সেক্রেটারি আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ  অতিথির বক্তব্য রাখেন জেলা সহকরী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা তারবিয়াত সেক্রেটারি আহসান হাবিব, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক  শাহাবুদ্দিন বিশ্বাস, এডভোকেট আব্দুল লতিফ, জেলা অফিস সেক্রেটারি গাউসুল আজম প্রমুখ। 

বক্তরা আরও বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি নেতা-কর্মীকে ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে এবং ইসলামী আন্দোলনের মূল উদ্দেশ্য জনগণের কাছে তুলে ধরতে হবে। 

বক্তারা কর্মী ও সহযোগীদের সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলনকে সফল করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।