• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কলকাতায় দুর্গাপূজার আগে রাতভর প্রবল বৃষ্টি , পাঁচজনের মৃত্যু


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


স্বপ্নভূমি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় রাতভর টানা ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। বৃষ্টি ও জলাবদ্ধতার জেরে শহরের যানবাহন, রেল, মেট্রো ও ফ্লাইট চলাচলেও নেমে এসেছে বিপর্যয়।
এছাড়া আরও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহওয়া অফিস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, কলকাতা ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শহরের একাধিক জায়গায় রাতভর বৃষ্টিতে পানি জমে যায়। পৃথক ঘটনায় বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট ও ইকবালপুরে প্রাণহানির ঘটনা ঘটে। এলাকাগুলো মূলত কলকাতার মধ্য ও দক্ষিণ অংশে অবস্থিত।

এদিকে জলাবদ্ধতায় শহরের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উপকণ্ঠের রেল ও মেট্রো সেবাতেও দেখা দিয়েছে সমস্যা। শহরের নিম্নাঞ্চলে বহু বসতবাড়িতে ঘরে পানি ঢুকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছের অনেকে। বেশ কয়েকটি স্কুল আজ ছুটি ঘোষণা করেছে।


আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলেই এই বৃষ্টি হচ্ছে। শহরবাসীকে আরও বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে আসন্ন দুর্গাপূজা উৎসব শুরুর ঠিক আগে এ ধরনের প্রবল বর্ষণে কলকাতা জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ যে পূজা মণ্ডপগুলো দেখতে আসেন, সেগুলোর প্রস্তুতিও শেষ পর্যায়ে। কিন্তু টানা বৃষ্টিতে মাসব্যাপী শ্রমে তৈরি মণ্ডপগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মূলত রাতভর এই বর্ষণের জেরে শুধু কলকাতাবাসীই নয়, দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য শহর ও দেশ থেকে পরিবারের সঙ্গে যোগ দিতে আসা যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।