• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রতারণার অভিযোগে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের মহাপরিচালকসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মহাপরিচালক ফখরুল ইসলামসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। রোববার শহরের ষষ্টিতলা পাড়ার মৃত খেদের আলীর ছেলে মোশারেফ হোসেন এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোলেহ রানা অভিযোগে তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। 

অপর আসামিরা হলো, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, সিএফও রুহুল আমিন হাওলাদার ও কুষ্টিয়া সার্ভিস সেন্টারের ইনচার্জ জসিম উদ্দিন। 

মামলার অভিযোগে জানা গেছে, মোশারেফ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানিতে ২০১৪ সালের ২৬ আগস্ট ১০ বছর মেয়াদী জীবন বীমা পলিসি করেছিলেন। পলিসির শর্ত অনুযায়ী তিনি প্রতি বছর ১১ হাজার ১৮০ টাকা জমা দিয়েছেন। পলিসির মেয়ার শেষ হয় ২০২৪ সালের ২৮ আগস্ট। পলিসির মেয়াদ শেষ হওয়ার পর তার পাওনা হয় ১ লাখ ৪০ হাজার ৬৮০ টাকা। এ টাকা আদায়ে তাদের অফিসে গেলে আজ না কাল বলে ঘোরাতে থাকেন। পরবর্তীতে যশোর লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আসামিদের সাথে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।