• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন কারাগারে


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৬
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে জমি নিযে বিরোধের জেরে ফুরাদ দেওয়ান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ। ফুরাদ সদর উপজেলার কল্যাণদহ গ্রামের রুলু বিশ্বাসের ছেলে।
আটককৃরা হলো, কল্যাণদহ গ্রামের শহিদুল ইসলাম ও ছেলে শাওন হাসান সানি এবং ফজলুল হকে ছেলে মিলন হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে,   ফুরাদ দেওয়ানের প্রতিবেশি আসামিরা। দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছে। রোববার আসামিরা ফুরাদের বাড়ির সামনে দাড়িয়ে গালিগালাজ করতে থাকে। এ সময় দুই পক্ষের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে আসামিরা ছুরিকাঘাতে ফুরাদকে গুরুতর জখম করে। গুরুতর আহত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ফুরাদের ভাই মুরাদ হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ও তিনজনকে আটক করে আদালতে সোপর্দ করে। বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।