বিগত ১৬ বছর বিএনপি কখনো আত্মসমর্পন করেনি: অমিত
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 9, 2025 ইং
স্টাফ রিপোর্টার, যশোর : বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিগত ১৬ বছর বিএনপি নিরবিচ্ছিন্ন আন্দোলন করছে। বিএনপির নেতাকমীরা ফ্যাসিস্টের সাথে কোন আপোষ করেনি, কখনো আত্মসমর্পন করেনি। তারা দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে রাজপথে থেকেছে।
যশোর নগর মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ কথা বলেন। আজ বুধবার বিকেলে সাড়ে ৩টায় যশোর এম এম কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী নেত্রী প্রভাষক সানজিদা ইসলামের সভাপতিত্বে সমাবেশে অমিত আরো বলেন,
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে ৫ হাজারের বেশি নেতাকমী হত্যার শিকার হয়েছে। আমাদের ৭শ’র বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে। তাদের পরিবার জানে না তাদের সাথে কি হয়েছে? তারা মারা গেলেও তাদের পরিবার জানে না মৃত্যুর দিনটি কবে। এ গুমোট পরিস্থিতিতে সবচেয়ে উৎকণ্ঠায় ছিলেন নারীরা। সেই নারীদের অধিকার নিশ্চিতে কাজ করছে বিএনপি।
তিনি আরো বলেন, আমরা ভোটের প্রচারণায় নামেনি। আমরা নারীদের ত্যাগের বিষয়টি অগ্রাধিকার দিয়ে তাদের অধিকার নিশ্চিতে কাজ করছি। নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা বুনছি নারীর মতামত ছাড়া তা বাস্তবায়ন সম্ভব না।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানসহ নগর মহিলা দলের নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ শহরের রেলগেট এলাকায় অনুষ্ঠিত আরো একটি নারী সমাবেশ বক্তৃতা করেন।
আপনার মতামত লিখুন :