পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯
স্বপ্নভূমি ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই গুরুত্বপূর্ণ ছাত্র প্রতিনিধি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে পদত্যাগের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
কৌশলী জবাবের কয়েক ঘণ্টা পরই পদত্যাগ বিকেলে সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তার আগ্রহের কথা নিশ্চিত করেন। তবে তফসিল ঘোষণার আগে তিনি পদত্যাগ করবেন কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তর কৌশলে এড়িয়ে যান।
সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘‘আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে উপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।’’ তার এই কৌশলী জবাবের কয়েক ঘণ্টা পরই পদত্যাগের খবর নিশ্চিত হলো।
- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: তিনি শুরুতে শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গত বছরের নভেম্বরে এ এফ হাসান আরিফের স্থলাভিষিক্ত হয়ে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে আসছিলেন।
- মাহফুজ আলম: তিনি প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান গত বছরের ২৮ আগস্ট। পরে ১০ নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিলেও সে সময় কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি। পরবর্তীতে নাহিদ ইসলাম পদত্যাগ করার পর তাকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার গুরুদায়িত্ব দেওয়া হয়।
দুই ছাত্র উপদেষ্টার এই পদত্যাগ এমন এক সময় এলো, যখন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছেন। এই পদত্যাগ অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।
আপনার মতামত লিখুন :