বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ আর নেই
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫, ৬:৪৫
বাঘারপাড়া প্রতিনিধি :
যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস (৭৮) মৃত্যুবরণ করেছেন। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন সম্পন্ন হয়েছে।
দুপুর পৌনে ২টায় নিজ বাড়ির পাশে একটি মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার। এসময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার দেন। পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাজার নামাজে উপজেলা মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার অংশগ্রহন করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস স্ট্রোকে আক্রান্ত হয়ে বুধবার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
আপনার মতামত লিখুন :