• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দিনভর বৃষ্টি: যশোরের প্রধান সড়কগুলোতে তীব্র জলাবদ্ধতা, ভোগান্তি চরমে


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজিস্ব প্রতিবেদন : যশোর, ১লা অক্টোবর, ২০২৫: বুধবার (১লা অক্টোবর) সকাল থেকেও অব্যাহত ভারি বৃষ্টিপাতে যশোর শহরের জীবনযাত্রা কার্যত অচল হয়ে পড়েছে। শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ যাত্রী, পথচারী এবং যানবাহন চালকদের ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

জলাবদ্ধতায় বিপর্যস্ত শহরের প্রধান সড়ক
দিনভর বজ্রপাতসহ ভারি বৃষ্টি যশোরবাসীকে, সকাল হতেই জলাবদ্ধতার সেই পুরোনো দুর্ভোগ বাস্তবতা মনে করিয়ে দেয়। শহরের দড়াটানা মোড়, পালবাড়ি মোড়, এবং মুড়লী (চৌরাস্তা) এলাকা সহ প্রধান সড়কগুলো হাঁটু বা কোমর জল জমে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পূজার ছুটি থাকলেও, যারা বিভিন্ন প্রয়োজনে বা পূজার ছুটি কাটাতে গ্রামের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন, তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেককে হাঁটু পর্যন্ত পানি ঠেলে বা ভ্যান/রিকশায় করে চলতে দেখা যায়।

এক যাত্রী ভোগান্তির কথা বলতে গিয়ে জানান, "বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু জল জমার ফলে গাড়ি পাওয়া যাচ্ছে না। যে অল্প কিছু যানবাহন চলছে, সেগুলোও সড়কে থেমে যাচ্ছে। সিএনজি-অটোরিকশার ভেতরে থেকেও ভিজে যেতে হচ্ছে। ভোগান্তির যেন শেষ নেই।"

যানবাহন বিকল, গতি হারিয়েছে শহর
সড়কে জল জমে যাওয়ায় যানবাহনের সংখ্যা কমে এলেও, প্রধান পয়েন্টগুলোতে উল্টো তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভারি বৃষ্টি ও জলমগ্নতার কারণে অনেক যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে বিকল হয়ে পড়েছে।

অটোচালক মনোজ দাস বলেন, "এম এম কলেজ থেকে কোনোমতে পানি ঠেলে দড়াটানা পর্যন্ত এলাম। কিন্তু রাস্তায় এত পানি যে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এখন টেনে টেনে নিতে হচ্ছে। সামান্য পথ যেতেই অনেক সময় লাগছে।"

চালক ও যাত্রীরা অবিলম্বে যশোর শহরের এই চিরচেনা জলাবদ্ধতার সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আবহাওয়া পরিস্থিতি: আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ দিনের বেলায় বজ্রঝড়সহ বৃষ্টি (৫০% সম্ভাবনা) এবং রাতের দিকে হালকা বৃষ্টি (৪৫% সম্ভাবনা) অব্যাহত থাকতে পারে।