দলমত ভুলে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হোন- স্বরাষ্ট্র সচিব
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2025 ইং
চৌগাছা প্রতিনিধি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি শেলি বলেছেন, দলমত ভুলে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত একেকটা দল। তবে সবাই এ দেশের নাগরিক। এলাকার উন্নয়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি শুক্রবার (১১জুলাই) যশোরের চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে চৌগাছা সমিতি ঢাকা'র আয়োজনে উপজেলার ২০২জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। চৌগাছা সমিতি ঢাকা'র সভাপতির দায়িত্বে থাকা এই সিনিয়র সচিব বলেন আমি যখন দেখি একজন রিক্সাওয়ালা একজন ভিক্ষুককে ৫টাকা দিচ্ছে তখন আমার মাথা লজ্জায় নুয়ে যায়। আমি কি করতে পেরেছি এই ভেবে। তিনি বলেন আজকে আমরা সুন্দর করে বলছি অসহায়। অন্য সময় আমরা তাদের ল্যাংড়া, লুলা, খুড়া বলে সম্বোধন করি। অথচ তাদের দেখে আমাদের মনে মনে ভাবা উচিত আল্লাহ তুমি আমাকে কত ভালো রেখেছো।
যশোরের ডিসি আজাহারুল ইসলামের সভাপতিত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মাহবুবর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের (নিকডো) সাবেক পরিচালক চৌগাছা সমিতি ঢাকা'র সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মিজানুর রহমান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার হুসাইন শওকত, যশোরের সুপার রওনক জাহান, সিভিল সার্জন মাসুদ রানা, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, চৌগাছা সমিতি ঢাকা'র দপ্তর সম্পাদক শাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন সিনিয়র সচিবের একান্ত সচিব মোঃ রাহাত বিন কুতুব, সৈয়দপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূর ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানসহ উপজেলা বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।
হুইল চেয়ার বিতরণ শেষে সিনিয়র সচিব ড. নাসিমুল গনি চৌগাছা সরকারি শাহাদাৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চৌরাস্তা মোড়ে উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এরপর চৌগাছার খাইরুন্নেছা নার্সিং কলেজের শুভ উদ্বোধন, নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। শিল্পপতি হাসানুজ্জামান রাহীনের সভাপতিত্বে নবীন বরণ ও অভিভাবক সমাবেশে উল্লেখিত অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব একে নাজিমুজ্জামান শাহিন, খুলনার সাবেক সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক প্রমুখ। প্রতিটি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যেই তিনি চৌগাছার রাজনীতিবিদদের ঐক্যর বিষয়ে গুরুত্বারোপ করে বলেন এলাকার উন্নয়নে ঐক্যের কোন বিকল্প নেই। আপনারা ঐক্যবদ্ধ না হলে আমরা উন্নয়ন কাজ করতে বাঁধাগ্রস্ত হবো।
আপনার মতামত লিখুন :