
অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ইমরান খাঁ (১৮) নামে মাছ কাটা এক শ্রমিকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত ঝলন্তু মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) বিকালে উপজেলার ভৈরব নদ সংলগ্ন নওয়াপাড়া মাছ বাজারের পাশে একটি টিনের ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমরান উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের গাজীপাড়ার বাবু খাঁ ওরফে বাবু কসাইয়ের ছেলে। সে নওয়াপাড়া বাজারে মাছ কাটা শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
নিহতের মেঝভাই হোসেন খাঁ বলেন, আমার ভাই ইমরান বেশ কিছু দিন ধওে নওয়াপাড়া মাছ বাজারের পাশে সাইফুল ইসলামের একটি টিনের ঘর ভাড়া নিয়ে বসবাস করত। গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে খাবার শেষে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। এরপর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকালে তার ভাড়া ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ইমরানের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
তিনি আরো বলেন, আমার ভাই কি কারণে আত্মহত্যা করবে। তাকে হত্যা কওে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি। প্রতিবেশীরা জানায়, ইমরান তার কয়েক বন্ধর সঙ্গে টিনের ভাড়া ঘরে প্রায় মাদক সেবন করত।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ইমরান খাঁ নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের পর বলা সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :