• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

একদিনের ব্যবধানে পুলিশের বড় রদবদল, বদলি আরও ১৯ কর্মকর্তা


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : একদিনের ব্যবধানে ফের বড় পরিসরে রদবদল করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৭ জুলাই) পুলিশ বাহিনীর ১৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি এবং একজনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দিয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জননিরাপত্তা বিভাগ।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং মো. আবুল কালাম আযাদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। অন্যদিকে, পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে ওএসডি করা হয়েছে।

এছাড়াও বদলিকৃতদের মধ্যে রয়েছেন—

  • রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান, যিনি পুলিশ সদর দপ্তরে বদলি হয়েছেন;
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত কমিশনার সফিজুল ইসলামকে পাঠানো হয়েছে চট্টগ্রাম রেঞ্জে;
  • সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে বদলি করা হয়েছে সারদা পুলিশ একাডেমিতে।

এছাড়া, আরও কয়েকজন কর্মকর্তাকে নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ, পিবিআই, সিআইডি, ডিএমপি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ বদলি করা হয়েছে।

এর আগে শনিবার (২৬ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে আরও নয়জন কর্মকর্তাকে বদলি করা হয়। ওই তালিকায় ছিলেন তিনজন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) এবং ছয়জন সহকারী পুলিশ সুপার (এএসপি)।