যশোরে ইয়াবা ও গাঁজাসহ আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুই মাদক সেবীকে আটক করে ভ্যাম্যমাণ আদালতে মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। আটককৃরা হলো শহরের রেলগেট তেতুলতলা এলকার মৃত মজিবর রহমানের ছেলে পান্না ও সদরের তফসিডাঙ্গার কামারপাড়ার মুনসুর আলীর ছেলে হুসাইন হাসান।
বুধবার পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক মদন মোহন সাহা ও আসিফ উদ্দীন এ সাজা দিয়েছেন।
সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা শহরের তেতুলতলা এলাকায় অভিযান চালান। এ সময় পান্নাকে আটক ও তার কাছ থেকে ২ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক পান্নাকে পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় সেচ্ছায় দোষ স্বীকার করায় বিচারক মদম মোহন সাহা আসামি পান্নাকে ১শ’ টাকা জরিমানা ও ২৫ দিন বিনাশ্রম কারাদÐের আদেশ দিয়েছেন।
অপর দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আর একিট দল সদরের তফশিডাঙ্গার কামারপাড়ায় অভিযান চালিয়ে হুসাইন হাসানকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক হুসাইন হাসানকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। হাসান তার দোষ স্বীকার করলে বিচারক আসিফ উদ্দীন আসামিকে ১শ’ টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদÐের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুই জনকে কারাগারে পাঠিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
আপনার মতামত লিখুন :