• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ক্ষমতায় থাকাকালে ফ্যাসিবাদ ছিল জালিম, এখন শয়তান”—জুলাই বিপ্লবের বার্ষিকীতে ডিসির মন্তব্য


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার: ক্ষমতায় থাকাকালে যারা ফ্যাসিবাদী ছিল, তারা তখন জালিমের ভূমিকায় ছিল, আর এখন তারা হয়ে উঠেছে শয়তান”—জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) মো. আজহারুল ইসলাম।

রবিবার (২৭ জুলাই) যশোর শিল্পকলা একাডেমিতে ‘জুলাই বিপ্লব: তারুণ্যের ভাবনা ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি মো. আজহারুল ইসলাম আরও বলেন, “ফ্যাসিবাদী শক্তির কয়েকজন ইতোমধ্যে ভারতে পালিয়ে গেছে, তবে অনেকে এখনো দেশে অবস্থান করছে। এক বছরের মধ্যে মানুষ অনেক কিছু ভুলে গেছে। অথচ এখনো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সুস্থতা অনিশ্চিত। এই পরিস্থিতিতেও প্রতিবিপ্লবের ষড়যন্ত্র চলছে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যেই বিভাজন তৈরি হয়েছে। মানবিক, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহিদ আব্দুল্লার পিতা আব্দুর জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. শরীফুজ্জামান এবং ছাত্র প্রতিনিধি সামিউল আলম শিমুল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর সংস্কৃতিকেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাট্য সম্পাদক মাহদী হাসান।

বক্তব্য দেন সংগঠনের প্রচার সম্পাদক অধ্যাপক আশরাফ আলী, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম এবং ছাত্র প্রতিনিধি আমান উল্লাহ।