ইন্দোনেশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: স্কুলভবন ধসে নিহত ৫০, নিখোঁজ ১৮ জন
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 7, 2025 ইং
আর্ন্তজাতিক ডেস্ক: পূর্ব জাভার ইসলামিক বোর্ডিং স্কুলে ধস, আহত ১০৪; ছাদ সম্প্রসারণের নির্মাণকাজ চলছিল জাকার্তা, ইন্দোনেশিয়া: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরের একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে পড়ে অন্তত ৫০ জন নিহত হওয়ার মর্মান্তিক খবর পাওয়া গেছে। এই দুর্ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থাগুলো (বাসারনাস ও বিএনপিবি) উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস)-এর দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকারী দল এ পর্যন্ত ৫০ জনকে মৃত এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছে। এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ধ্বংসস্তূপ পরিষ্কারে জোর
রোববার সন্ধ্যার দিকে দেওয়া এক ব্রিফিংয়ে বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও সাংবাদিকদের বলেন, ধসে পড়া ভবনটির ৬০ শতাংশ ধ্বংসাবশেষ পরিষ্কার করা হয়েছে। তবে স্কুলভবন সংলগ্ন আরও একটি ভবন ধসে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। নিখোঁজদের বেশিরভাগই এই সংলগ্ন ভবনটির বলে তিনি জানান।
অপর উদ্ধারকারী সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার্স (বিএনপিবি)-এর প্রধান আবদুল মুহারি জানিয়েছেন, আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত ১৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
ছাদ সম্প্রসারণেই বিপদ?
এই দুর্ঘটনাটি পূর্ব জাভা প্রদেশের সিদোয়ার্জো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের একটি জুনিয়র স্কুল শাখায় ঘটেছে। ভবন ধসের সময় সেখানে কয়েক শ' কিশোরবয়সী ছেলে শিক্ষার্থী উপস্থিত ছিল।
স্কুলটির কয়েকজন শিক্ষক অভিযোগ করেছেন, শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য স্কুলটির ছাদে নতুন তলা তৈরির নির্মাণকাজ চলছিল। কিন্তু স্কুলটির ভিত্তি বা ফাউন্ডেশন যে বাড়তি তলা নেওয়ার জন্য যথেষ্ট শক্তিশালী নয়, সেই বিষয়টি কর্তৃপক্ষ আমলে নেয়নি। প্রাথমিক অনুমান, দুর্বল ভিত্তির উপরে অতিরিক্ত নির্মাণের চাপেই এই ভয়াবহ ধসের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :