যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : যশোরের
শার্শায় জোরপূর্বক একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আনোয়ার
হোসেন ওরফে আইনাল নামে এক বিএনপি নেতা জাল-জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব
খাটিয়ে পাম্পটি দখলে নিতে লাগাতার হামলা চালাচ্ছে বলে জানিয়েছেন
ভুক্তভোগীরা। আজ রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ
অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা তাসনুমা।
সংবাদ
সম্মেলনে তিনি বলেন, তার পিতা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজার
২৮৬৫নং খতিয়ানের ৩৩৭৪নং হাল দাগের ১৭ শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া
ফিলিং স্টেশনটি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালে তিনি
মারা যান। এরপর ২০২৩ সাল থেকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি'র
যুগ্ম সম্পাদক আনোয়ার ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে পেট্রোল পাম্পটি
অনেকবার দখলের চেষ্টা করেন। সর্বশেষ বিচারকের স্বাক্ষর জাল করে একটি
হস্তান্তর চুক্তিনামা তৈরি করে।
এ ঘটনায় জাল দলিলের
বিরুদ্ধে তিনি ও স্বাক্ষর জালের ঘটনায় বিচারক বাদী হয়ে মামলা করেন। ওই
মামলা দুটি চলমান থাকলেও থেমে নেই আনোয়ার গং। সর্বশেষ তারা গত ১৯
সেপ্টেম্বর শুক্রবার সকালে ফিলিং স্টেশনে ঢুকে পাম্পের চাবিসহ সব কাগজপত্র
ছিনিয়ে নেয় এবং ম্যানেজারকে পাম্প থেকে বের করে দেন। বিষয়টি পুলিশকে
জানালে আনোয়ার গং চলে যায়। তবে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্প দখল
করার হুমকি অব্যাহত রেখেছে। এ অবস্থায় সম্পদ রক্ষায় বিএনপি'র
শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী
পরিবারটি।
সংবাদ সম্মেলনে গোলাম কিবরিয়ার স্ত্রী
ইয়াসমিন আক্তার, ছেলে আল ফাইয়াজ কিবরিয়া, ফারদিন কিবরিয়া, ফাহমিদ
কিবরিয়া উপস্থিত ছিলেন।
এদিকে অভিযোগ অস্বীকার
করেছেন আনোয়ার হোসেন। পেট্রোল পাম্প মালিক সমিতি ও পুলিশকে দিয়ে আমার
কাছ থেকে পাম্পটি দখল করে নিয়েছে তারা।
আপনার মতামত লিখুন :