অভয়নগরে ডেঙ্গু প্রতিরোধে পৌর কর্তৃপক্ষের দায়সারা লিফলেট বিতরন!
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। যার অধিকাংশ রোগী নওয়াপাড়া পৌর এলাকার। ময়লা আবর্জনা আর ডেঙ্গুর লার্ভায় ভরা ড্রেনগুলো করা হয়না পরিস্কার। মশার উপদ্রব তীব্র আকার ধারণ করলেও মাথা ব্যাথা নেই পৌর কৃর্তপক্ষের। অথচ লোক দেখানো লিফলেট বিতরণ করে দায় সেরেছে পৌর কর্তৃপক্ষ।
বুধবার (৯ জুলাই) বিকালে ডেঙ্গু প্রতিরোধে নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ লিফলেট বিতরণ করেছে। আর এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল। এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিক প্রমুখ। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া এলাকায় লিফলেট ও একটি ড্রেনে ওষুধ স্প্রের মধ্যদিয়ে শেষ করা হয় অনুষ্ঠান।
পৌর এলাকার ধোপাদী গ্রামের আরিফুর রহমান বলেন, আমাদের এলাকায় মশার উপদ্রবে বাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। কয়েল জ্বালিয়েও কাজ হচ্ছেনা। পৌরসভার পক্ষথেকে মশক নিধনের কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। প্রতিটি ওয়ার্ডে ওষুধ স্প্রে করা জরুরী হয়ে পড়েছে।
নওয়াপাড়া পৌরসভার সচিব সাইফুল ইসলাম বলেন, প্রায় দুই মাস আগে মশক নিধনের ওষুধ শেষ হয়ে যাওয়ায় স্প্রে কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন প্রশাসক স্যার ওষুধ ক্রয়ের নির্দেশনা দিয়েছেন।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল বলেন, ওষুধ না থাকায় মশক নিধন কার্ষক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। দ্রæত ওষুধ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া ফেসবুকে ওষুধ স্প্রের শিডিউল দেওয়া হয়েছে। শিডিউল মোতাবেক কাজ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :