যশোর জেলা পরিষদের সাবেক সদস্যের স্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : জালজালিয়াতির মাধ্যমে হেবা দলিলের অভিযোগের যশোর জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল খালেকের স্ত্রী সালেহা খাতুনসহ ৪ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার শহরের এমএমআলী রোড পোস্ট অফিস পাড়ার বাসিন্দা শেখ আবুল আছাদ এ মামলা করেছেন। যশোরের জেলা যুগ্ম জজ ১ম আদালতের বিচারক অভিযোগটি আমলে নিয়ে আদেশের জন্য রেখে দিয়েছেন।
অপর আসামিরা হলো, জেলা রেজিস্টার, সদর সাব রেজিস্টার ও দলিল লেখক ইউনুচ আলী। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী গাজী আব্দুল ওয়াদুদ ।
মামলা অভিযোগে জানা গেছে, যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের সামনে ৮১ নম্বর বেজপাড়া মৌজার ৯২ দাগের ২৩ দশমিক ৫০ শতক জমি পৈত্রিক সূত্রে মালিকানা লাভ করে দীর্ঘদিন ধরে ভোগদখল আসছিলেন শেখ আবুল আছাদ। তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন। পরবর্তীতে সেখানে বাণিজ্যিকভাবে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে ২০২১ সালের ২৪ জানুয়ারি আসামি সালেহা খাতুনের স্বামী আব্দুল খালেকের সাথে চুক্তিবদ্ধ হন শ্যালক শেখ আবুল আছাদ। শর্ত ছিলো, আব্দুল খালেক ভবন নির্মাণের সকল ব্যয় বহন করবেন এবং তিনি ভবনের অর্ধেক অংশীদার হবেন। এরই মধ্যে দুলাভাই আবুল খালেকের নামে ২৩ দশমিক ৫০ শতক জমির মধ্যে ১১ দশমিক ৭৫ শতক জমি পাওয়ার অব অ্যার্টনি দলিল করে দেয় হয়। গত ২৩ সেপ্টেম্বর আব্দুল খালেক তার স্ত্রী সালেহা খাতুনের নামে হেবা দলিল করে দেওয়া হয়েছে দাবি করে ১১ দশমিক ৭৫ শতক জমির দখল ছেড়ে দিতে বলেন। এ কথা শুনে হতবাক হয়ে পড়েন শেখ আবুল আছাদ। তিনি তার বোন সালেহা খাতুনের নামে কোন জমি হেবা দলিল করে দেননি। জালজালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে জমির কথিত হেবা দলিল করে নেওয়া হয়েছে। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :