দুর্গাপূজা উপলক্ষে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর শুভেচ্ছা বার্তা
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক: হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসী, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক বার্তায় তিনি বলেন—
হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট
“গতকাল (রবিবার) থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের সর্ববৃহৎ উৎসব—দুর্গাপূজা। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দুঃখের সাথে দেখেছি, এই উৎসবকে ঘিরে রাজনৈতিক কূটচাল, পূজামণ্ডপে হামলা এবং হিন্দু সম্প্রদায়ের মানুষদের আতঙ্কের মধ্যে ফেলা হয়েছিল। আনন্দের উৎসবকে তখন রূপ দেওয়া হয়েছিল ভয়ের উৎসবে।”
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত নতুন বাংলাদেশে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি ও ভয়ভীতির সংস্কৃতি চিরতরে বিদায় নিতে চলেছে।
“আমরা প্রতিজ্ঞাবদ্ধ—আর কোনো ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বলির শিকার হতে দেব না। প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন—
“প্রতিটি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে, নিশ্চিন্তে এবং আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন। অতীতের কোনো অপচেষ্টা যেন পুনরায় না ঘটে—এটা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।”
সাধারণ নাগরিকদের উদ্দেশেও তিনি সম্প্রীতির আহ্বান জানান—
“সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই আমাদের জাতীয় শক্তি। আসুন, আমরা সবাই মিলে প্রমাণ করি—নতুন বাংলাদেশ মানেই একটি নিরাপদ, সম্মানজনক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, যেখানে সকল ধর্ম ও বিশ্বাসের প্রতি রয়েছে সমান শ্রদ্ধা।”
পোস্টের শেষাংশে তিনি জাতীয় গণঐক্যের প্রত্যয় নিয়ে লিখেছেন—“ইনকিলাব জিন্দাবাদ।”
আপনার মতামত লিখুন :