যশোর নরেন্দ্রপুরে ভেজাল সার কারখানায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১৬
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর সদরের নরেন্দ্রপুর খন্দকার পাড়ার একরামুল খন্দকারের ভেজাল দস্তা সার কারখানায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা করেছে যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় উৎপাদিত ভেজাল দস্তা সার ও সার তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।
বুধবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তার সহকারী পরিচালক সেলিমুজ্জামান।
বেলা ১১ টার দিকে ভোক্তার অভিজানিক দল সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের খন্দকার পাড়ায় ইকরামুলের দস্তা সার কারখানায় অভিযান চালায়। দস্তা সার তৈরীতে মাটির সাথে চুন আর চক পাউডার ও সিমেন্ট মিশিয়ে বিভিন্ন ব্যান্ডের তৈরি করা হচ্ছিল। শুধু তাই নয় বিভিন্ন কোম্পানির মোড়ক সংগ্রহ করে তাতে এই ভেজাল সার ভরে বাজারজাত করা হচ্ছিল মালিক ইমরামুল৷ গত ৯ মাস ধরে অত্যন্ত গোপনে এই কারখানায় ভেজাল দস্তা সার তৈরীর করাছিল ইকরামুল খন্দকার। এ অপরাধে কারখানার মালিক ইকরামুল খন্দকারের নামে মামলা দিয়ে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে কারখানায় উৎপাদিত ভেজাল দস্তা সার, সার তৈরির কাঁচামাল, বিভিন্ন কোম্পানির প্যাকেট ও সার তৈরির যন্ত্রপাতি ধ্বংস করা হয়।
অভিযানকালে যশোর সদরের কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :