• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রতারক প্রেমিক কাছেদকে আটক করেছে পুলিশ


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:০১
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
প্রেমিকার ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি ওজনের সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়া প্রেমিক আবুল কাসেদকে আটক করেছে পুলিশ। আবুল কাসেদ লক্ষীপুর সদর উপজেলার চররমনি গ্রামের আবু তাহেরের ছেলে ও ঢাকার আশুলিয়া থানার গ/১৩ ডেইরি ফার্ম স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা। বুধবার ভোরে আশুলিয়ার বাসা থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা হয় চুরি হওয়া স্বর্ণের গহনা।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর শহরে পুরাতন কসবা ঢাকা রোড এলাকার আজিজুল ইসলামের মেয়ে আসমা খাতুনের সাথে ফেসবুকে পরিচয় আবুল কাসেদের। এরপর তারা নিয়মিত কথা বলতো। গত ২০ অক্টোবার সকালে কাসেদ যশোরে আসেন তার সাথে দেখা করতে। আসমা খাতুন শহরে ধর্মতলা খোলাডাঙ্গা এলাকায় ভাগ্নির বাড়িতে গিয়ে কাসেদের সাথে দেখা করেন। দুপুরে খাওয়া দাওয়া শেষে তিনি পাশের রুমে যান তার ভ্যানেটি ব্যাগ রেখে। রুমে গিয়ে আসমা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান ফিরে দেখেন কাসেদ ঘরে নেই এবং তার ভ্যানেটি ব্যাগের মধ্যে রাখা ৩০ লাখ টাকা মূল্যের ১৫ ভরি সোনার বিভিন্ন প্রকার গহনা নেই। তার ফোন বন্দ পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি কোতয়ালি থানায়  মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আশরাফুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আবুল কাশাদের অবস্থান সনাক্ত আশুলিয়ার বাড়ি থেকে বুধবার ভোরে তাকে আটক করা হয়। এরপর তার ঘর তল্লাশি করে চুরি করে নিয়ে যাওয়া সোনার গহনার মধ্যে সোনার এক জোড়া চুড়ি, চারটি আংটি, একটি চেইন, একটি ব্যাচলেট এবং দুই জোড়া কানের দুল উদ্ধার করা হয়ছে। 
গতকাল বিকেলে আটক আব্দুল কাছেদকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।