• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে যৌতুক না পেয়ে স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, স্বামীর বিরুদ্ধে মামলা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

যশোরে যৌতুক না পেয়ে স্ত্রীকে ব্ল্যাকমেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে স্বামী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী।

সোমবার (২১ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আসামি আব্দুল্লাহ আল মামুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আকবরবাড়ি গড়দুয়ারা গ্রামের আবুল কালামের ছেলে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি মামুন ও ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর ওই নারী তাঁর সঞ্চিত অর্থের বড় একটি অংশ স্বামীর হাতে তুলে দেন। পরে চলতি বছরের ১৮ জুন মামুন স্ত্রীর কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু টাকা না পেয়ে ২৪ জুন স্ত্রীকে ছেড়ে চলে যান।

এরপর থেকেই মামুন বিভিন্নভাবে স্ত্রীকে হুমকি দিতে থাকেন। ১৮ জুলাই তিনি স্ত্রীর ব্যক্তিগত ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করেন এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি মামুনের এক চাচাতো ভাইও একই ছবি ব্যবহার করে ভুক্তভোগীকে হুমকি দেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

নিরুপায় হয়ে ওই নারী আদালতের শরণাপন্ন হন এবং মামলাটি দায়ের করেন।