• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হামলায় ছোট বোন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শারমিন একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী। অভিযুক্ত বড় ভাইয়ের নাম খোকন, তিনি কাশেম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, খোকন ও শারমিনের পরিবার একই বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন খোকনের মেয়েকে শারমিনের স্বামী শিমুল হোসেন চড় মারেন। এতে ক্ষুব্ধ হয়ে খোকন শিমুলের ওপর হামলা চালাতে যান। এ সময় সঙ্গে থাকা হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন স্বামীকে রক্ষা করতে এগিয়ে আসেন এবং নিজেই কোপে গুরুতর জখম হন।

আহত অবস্থায় শারমিনকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে, এবং পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।