যশোরে ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬
স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা খাতুন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক রোজিনা খাতুন শহরের চোরমারা দিঘীরপাড় দক্ষিনপাড় এলাকার হাবিবুর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার বিকেলে আটক রোজিনাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রোজিনার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সূত্রে জানতে পারেন- রোজিনা খাতুনের বাড়িতে ইয়াবা ট্যাবলেট রাখা আছে। এ সময় রোজিনাকে আটক ও তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় আটক রোজিনার বিরুদ্ধে মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :