• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোর বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে এক ভারতীয় নাগরিক আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধিঃ যশোর কোতোয়ালি থানাধীন নড়াইল মহাসড়ক বাউলিয়া বাজার এলাকায় বিজিবির অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। আটককৃত ভারতীয় নাগরিক উত্তম হালদার (৩৯), পিতা-জীবন হালদার, গ্রাম ও পোস্ট-পুরাতন বনগাঁ, সাত ভাই কালিতলা, কুটিপাড়া, থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিশ পরগনা।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি যশোরের কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল বিদেশী মদ এবং ১টি মোবাইলসহ এক ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মদগুলো পাওয়া যায়।

আটককৃত ভারতীয় নাগরিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারতে থেকে যশোর হয়ে ঢাকা পাচার করার উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিল।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মাদকদ্রব্য এবং চোরাকারবারী আটকের নিমিত্তে বিজিবি’র অভিযান কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ চোরাকারবারী আটক করতে সক্ষম হচ্ছে।

সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।