• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বিদ্বেষমূলক কোনো সহিংসতা চলছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি অভিযোগ করেছেন, হিন্দু নিপীড়নের যেসব খবর ছড়ানো হচ্ছে, তা “ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত।”

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত ইউনূস নিউইয়র্কে সংবাদমাধ্যম জিটিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার (৩০ সেপ্টেম্বর) জিটিও প্রকাশ করে।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন,

“বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই। এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।”

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদেশি কিছু মহল বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। গণআন্দোলনের পর দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস

২০২৪ সালে গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের সংকটময় সময়ে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এই বিষয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন,

“আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলাম। সে সময় আন্দোলনকারীদের বলেছিলাম—আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমিও আমার সিদ্ধান্ত বদলাব।”

নির্বাচন, রোহিঙ্গা সংকট ও রাজনৈতিক পরিস্থিতি, সাক্ষাৎকারে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট এবং রাজনৈতিক দলগুলোর ওপর সরকারের অবস্থান নিয়েও কথা বলেন।

নির্বাচন কিছুটা দেরি হলেও তা “অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য” হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোহিঙ্গা সমস্যা সম্পর্কে বলেন, এটি “বাংলাদেশের একার নয়, আন্তর্জাতিক ইস্যু।”

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সরাসরি কিছু না বললেও বলেন, “সব রাজনৈতিক শক্তিকে জবাবদিহির আওতায় আসতে হবে।”