• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের শার্শায় ছিনতাইকৃত ভ্যান উদ্ধারসহ আসামি আটক -২


FavIcon
বুলবুল হোসেন
নিউজ প্রকাশের তারিখ : Sep 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

 বেনাপোল প্রতিনিধিশার্শা থানা পুলিশের অভিযানে ছিনতাইকৃত ভ্যান উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা। 
আটক আসামী হলেন,বেনাপোল পোর্টথানার নামজগ্রামের মৃত মানিক হোসেনের ছেলে ইমরান হোসেন (২৮) শার্শা থানার পান্তাপাড়া গ্রামের আক্তারুজ্জামান বাবুর ছেলে কামরুজ্জামান (২৮)।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শার্শা থানা পুলিশ জানায়,আক্তারুল ইসলাম নামে এক ভ্যান চালক থানায় অভিযোগ দায়ের করে বলেন, বড়বাড়ীয়া সাকিনস্থ জনৈক মিজানের ইট ভাটার সামনে পানবুড়ি হতে ধলদাগামী পাকা রাস্তার উপর হতে ভ্যানে যাত্রী হিসাবে থাকা ছিনতাইকারীরা চাকু দিয়ে চালক আক্তারুল ইসলামকে গুরুত্বর জখম করে ভ্যান ছিনতাই করে পালিয়ে যায়। উক্ত সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালা করে স্থানীয় জনগনের সহায়তায় আজ বেলা  ১৪.১০ ঘটিকায় সময় শার্শা থানাধীন বড়বাড়ীয়া এলাকা হতে আসামী ইমরান হোসেন, ও কামরুজ্জামানকে আটক করে এবং ভিকটিম আক্তারুল ইসলাম এর ভ্যান উদ্ধার করা হয়। 

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান,আসামীদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা  নং-১৬, ধারা- ৩৯৪ পেনাল কোড রুজু হয়েছে।তিনি আরও জানান আটক ইমরান হোসেনর নামে ৬ টি ও কামরুজ্জামানের ২ টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের ১৭/০৯/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।