• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে এবি পার্টির মতবিনিময় সভা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।

উপজেলা এবি পার্টির আহবায়ক নুরুল ইসলাম রিপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন,  এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইয়ামিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন, উপজেলা এবি পার্টির সহসভাপতি ডা. আবু বক্কর সিদ্দিক। সভায় বক্তারা বলেন, জনগণকে সঙ্গে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার জন্য ও জনগণের সেবক হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে এবি পার্টি কাজ করছে। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ (কেশবপুর) আসনে এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসানের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানানো হয়। আলোচনা শেষে সদর ইউনিয়নের কামরুন্নাহার শেফালীর নেতৃত্বে বেশ ক’জন নারী প্রধান অতিথির হাতে ফুল দিয়ে এবি পার্টিতে যোগদান করেন।