• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

অভয়নগরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৭
ছবির ক্যাপশন: ad728


অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে যৌথবাহিনী। রবিবার (১৪ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার নওয়াপাড়া বৌবাজার এলাকায় হিজবুল্লাহ দাখিল মাদরাসা সংলগ্ন ইটের স্তুপের ভেতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার বৌবাজারে হিজবুল্লাহ দাখিল মাদরাসা এলাকায় অভিযান চালানো হয়। অভয়নগর সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আকিব আহম্মেদের নের্তৃত্বে ওই মাদরাসার পেছনে ইটের স্তুপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলে কোনো ম্যাগাজিন বা গুলি পাওয়া যায়নি।
এলাকাবাসী জানায়, সম্প্রতি বৌবাজার এলাকা থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করেছিল পুলিশ। এবার যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। স্থানীয় মাদক কারবারিদের দৌরাত্ম বেড়ে যাওয়া ও জাতীয় নির্বাচন কেন্দ্রীক এলাকায় অবৈধ অস্ত্র ঢুকতে শুরু করেছে। এ জন্য প্রতিনিয়ত অভিযান পরিচালনা প্রয়োজন বলে দাবি করেন তারা।  
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন