যশোরে টাকা পরিশোধে ব্যর্থ তিন গ্রাহকের বিরুদ্ধে বিটিসিএল’র মামলা
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৩:০৬
স্টাফ রিপোর্টার, যশোর:
টেলিফোন বিল পরিশোধ না করায় যশোরের তিন গ্রহকের বিরুদ্ধে যশোর আদালতে আলাদা মামলা হয়েছে। বুধবার বিটিবিএল’র উপ-মহাব্যবস্থাপক (টেলিকম) বাদী হয়ে টেলিগ্রাফ আইনে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, যশোর শহরের সিটি কলেজপাড়ার বল্লভ চন্দ্র সরকারের ছেলে পঙ্কজ কুমার সরকার, ঘোপ সেন্টাল রোডের আতিয়ার রহমানের ছেলে জুয়েল হোসেন ও সদরের জামতলা মোড় এলাকার ইউসুফ আলীর ছেলে হোসেন ইলেকট্রিকের মালিক হোসেন আলী।
মামলার অভিযোগে জানা গেছে, সিটি কলেজ পাড়ার পঙ্কজ কুমার সরকার ২০১৫ সালের ১২ এপ্রিল বিটিসিএল এর সংযোগ নিয়ে ২০২২ সালে ৩০ জানুয়ারি পর্যন্ত ব্যবহার করেন। এরমধ্যে তার কাছে ৩১ হাজার ২শ’৮১ টাকা বকেয়া বিল পরিশোধ করেননি। ফলে বিটিসিএল তার সংযোগ বিচ্ছিন করে বকেয়া টাকা পরিশোধের নোটিশ দেয়। টাকা পরিশোধ না করায় কতৃপক্ষ এ মামলা করেছেন।
ঘোপ সেন্টাল রোডের জুয়েল হোসেন ২০০০ সালের ২০ ডিসেম্বর বিটিসিএল’র সংযোগ নিয়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ব্যবহার করেন। তার কাছে বিটিসিএল’র পাওনা ৪৮ হাজার ৩শ’৯৮ টাকা পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিটিসিএল’র নোটিশ গ্রহণ করে টাকা পরিশোধ না করার এ মামলা করা হয়েছে।
এছাড়াই হোসেন আলী বিটিসিএল’র ২০১৫ সালের ২৪ ফেব্রæয়ারি থেকে সংযোগ নিয়ে ২০২২ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত্র ব্যবহার করেন। এরমধ্যে তার কাছে বকেয়া ৫৪ হাজার ৭শ’৯৮ টাকা পাওনা থেকে যায়। পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে কতৃপক্ষ এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :