চৌগাছা প্রেসক্লাবের উন্নয়নে জামায়াতের অনুদান
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2025 ইং
চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রেসক্লাব চৌগাছার উন্নয়ন কাজের জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে এই টাকা প্রদান করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ।
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, বায়তুল মাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শামসুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সিনিয়র সহ-সভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।
উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ রহিম, আসাদুজ্জামান মুক্ত, বাবুল আক্তার, শফিকুল ইসলাম, রায়হান হোসেন, আলিমুল্লাহ সিদ্দিকী, শ্যামল কুমার দত্ত, আবু হানিফ, আব্দুল মান্নান, আজম আশরাফুল, ফয়সাল, ফখরুল ইসলামসহ প্রেসক্লাব চৌগাছার সদস্যরা।
আলোচনা শেষে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দের হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেয়া হয়।
আপনার মতামত লিখুন :