• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে চাঁদার টাকা না দেয়ায় হত্যা চেষ্টার ঘটনায় আটক ৪


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরতলীর মুড়োলি খাঁ’পাড়ায় জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকতৃরা হলো, রামনগর মুড়োলি খাপাড়ার মৃত শাহাদাৎ আলীর ছেলে রবিউল ইসলাম, আব্দুল আজিম ওরফে মাখন লালের ছেলে ইমরান আজিম কাব্য, বাবুর ছেলে রহমতউল্লাহ সবুজ ও জুয়েল গাজীর ছেলে অরিয়ান জিহাদ। ঘটনার রাতে পুলিশ তাদের আটক করে।
মামলার অভিযোগে জানা গেছে, যশোর মুড়লী খা পাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে জাহিদের কাছে  একই গ্রামের কাব্য ও ইসরাফিল ৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় তারা তাকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিল। শনিবার রাতে জাহিদ মুড়োলি খাপাড়া থেকে ওয়াজ মহফিল শুনে সাড়ে ১০ টার দিকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে জনৈক খালেদার বাড়ির সামনের রাস্তায় পৌঁছালে আসামিরা তার গতিরোধ করে চাঁদার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আসামিরা জহিদকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার করে। জাহিদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত জাহিদকে প্রথমে যশোর পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেলে ভর্তি করা হয়। 
এ মধ্যে জনতা ওই চারজনকে ধরে পুলিশ সংবাদ দিয়ে সোপর্দকরে। এ ঘটনায় আহত জাহিদের দাদী জাহিদা বেগম বাদী হয়ে ৬ জনের নামউল্লেখসহ অপরিচিত ব্যক্তিদের আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। রোববার আটক চারজনকে থানা পুলিশ আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।