ভারতে আটক ১৮ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2025 ইং
সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে আটক ১৮ বাংলাদেশিকে সাতক্ষীরার আমুদিয়া সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে পরিবারের কাছে তুলে দিয়েছে পুলিশ।
সাতক্ষীরার তলুইগাছা ক্যাম্পের বিজিবি সূত্র জানায়, গত ৭ অক্টোবর রাত ১০টার দিকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার হাকিমপুর সীমান্ত থেকে এই ১৮ জন বাংলাদেশিকে আটক করেছিল বিএসএফ। আটকদের মধ্যে ছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকীর ভড়ভড়িয়া গ্রামের মো. জিন্টু, তার স্ত্রী রাবেয়া খাতুন, ছেলে রায়হান মোল্যা; একই উপজেলার আবাদচণ্ডিপুর গ্রামের মহব্বত ঢালী, তার স্ত্রী রিজিয়া খাতুন ও ছেলে ইয়াছিন ঢালী, মমতাজ পারভীন, স্বামী নুর ইসলাম, মেয়ে জীম খাতুন; দাতনেখালী গ্রামের মো. ওমর ফারুক, রুপা খাতুন, মেয়ে জান্নাতি খাতুন। এছাড়াও খুলনা জেলার বয়রা গ্রামের ফারুক সরদার, তার স্ত্রী রিনা বেগম, তিন মেয়ে সুমাইয়া খাতুন, রুমি খাতুন ও মামনি খাতুন এবং ছেলে সাকিব সরদারকেও আটক করা হয়।
পরদিন সন্ধ্যায়, এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা বিজিবি বিওপি কমান্ডার নায়েক সুবেদার আবুল কাসেমের নেতৃত্বে আমুদিয়া সীমান্তে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশিদের বিজিবির কাছে হস্তান্তর করে। বুধবার রাতে বিজিবির পক্ষ থেকে তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রফিকুল ইসলাম জানান, আটক বাংলাদেশিদের পরিচয় যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :