কেশবপুরে নবীন বরণ অনুষ্ঠানে নবাগতদের গোলাপের শুভেচ্ছা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 16, 2025 ইং
কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে ওই নবীন বরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগতদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন।
কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ স¤পাদক আবুল বাসেত, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, জামসেদ আলী, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান টুলু প্রমুখ। নবীনদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তামান্না খাতুন। নবাগত শিক্ষার্থীদের ভেতর বক্তব্য দেন প্রাপ্তি। সংগীত পরিবেশন করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী প্রসেনজিৎ।
আপনার মতামত লিখুন :