অভয়নগর প্রতিনিধি:
৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে যশোরের অভয়নগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট অভয়নগর উপজেলা শাখার আয়োজনে বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে নওয়াপাড়া বাজারে আলোচনা সভার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মানবাধিকার কল্যাণ ট্রাস্ট অভয়নগর উপজেলা শাখার সভাপতি ফিরোজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান, নওয়াপাড়া সার ও কয়লা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, মানবাধিকার কল্যাণ ট্রাস্ট অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম ওয়ালিয়ার রহমান সহ কমিটির অন্যান্যে নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :