• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আজ বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Sep 13, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : বাংলার লোকসংগীতের কিংবদন্তি শিল্পী, বাউল সম্রাট শাহ আবদুল করিমের মৃত্যুবার্ষিকী আজ (১২ সেপ্টেম্বর)। আবহমান বাংলার মানুষের মুখে মুখে যে গান আজও বেঁচে আছে, তার অনেকগুলোই সৃষ্টি করেছেন তিনি। ভাটি অঞ্চলের মানুষ তাকে ডাকতেন ‘ভাটির পুরুষ’।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের ভাটি অঞ্চলে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও তিনি সৃষ্টি করেছেন কালজয়ী সব লোকগান। কৃষিকাজের পাশাপাশি লিখেছেন ও গেয়েছেন খেটে খাওয়া মানুষের দুঃখ-বেদনা, প্রেম-বিরহ এবং আধ্যাত্মিক ভাবনাকে কেন্দ্র করে অসংখ্য গান।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— বন্দে মায়া লাগাইছে, আগে কী সুন্দর দিন কাটাইতাম, গাড়ি চলে না, কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু, বসন্ত বাতাসে সইগো প্রভৃতি। জীবদ্দশায় তিনি লিখেছেন ও সুর করেছেন প্রায় ১ হাজার ৬০০ গান, যা সাতটি গ্রন্থে সংকলিত হয়েছে। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতেও অনূদিত হয়।

শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শাহ আবদুল করিম একুশে পদকসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। এর মধ্যে রয়েছে— আবদুর রউফ চৌধুরী পদক (২০০০), রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার (২০০০), লেবাক অ্যাওয়ার্ড (২০০৩), মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা (২০০৪), সিটিসেল-চ্যানেল আই আজীবন সম্মাননা মিউজিক অ্যাওয়ার্ড (২০০৫), শিল্পকলা একাডেমি সম্মাননা (২০০৮) ইত্যাদি।

২০০৯ সালের ১২ সেপ্টেম্বর, ৯৩ বছর বয়সে সিলেটের এক ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তার গান আজও বাংলার মাটিতে মানুষের আবেগ, ভালোবাসা ও প্রতিবাদের সুর হয়ে বেঁচে আছে।