
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে বিজিবির অভিযানে কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণের ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, মোটর সাইকেলের টায়ার এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামীরা হলেন, মাগুরা জেলার সদর উপজেলার হাজী রোড কলেজ পাড়া গ্রামের নাদের মোল্যার ছেলে মালেক (৪৬) শিবরামপুর এলাকার সুশান্ত কর্মকারের ছেলে অন্তর কর্মকার (২৯)উভয় থানা মাগুরা জেলা মাগুরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি জানায়, ২২ সেপ্টেম্বর রাত সাড়ে এগোরাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি হতে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লাশীর জন্য থামানো হয়।পরবর্তীতে ট্রাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশীর জন্য বেনাপোল বিওপিতে আনা হয়। কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ০২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি, কার্গো ট্রাক ০১টি এবং ৭৪৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়।
আপনার মতামত লিখুন :