• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ, যেকোনো সময় তফসিল ঘোষণা


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২
ছবির ক্যাপশন: ad728


স্বপ্নভূমি ডেস্ক: 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ (বুধবার) সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে।


রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুপুরে 
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ভোটের প্রস্তুতির বিষয়ে জানান, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। তফসিল ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। তফসিল ঘোষণার জন্য যে প্রস্তুতি প্রয়োজন, সবই গ্রহণ করে রেখেছে ইসি। বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে পুরো কমিশন। এদিন সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল। আর পরবর্তীতে তা প্রচার করা হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

ব্যালটে থাকছে না নৌকা প্রতীক 
এবার আওয়ামী লীগকে ছাড়াই ভোট আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। জুলাই গণঅভ্যুত্থানে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে নৌকা প্রতীকটি এবার আর ব্যালট পেপারে থাকছে না। কেননা, নিবন্ধন স্থগিত থাকলে সংশ্লিষ্ট দলের আর নিজ প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নিবন্ধন বাতিল রয়েছে বা স্থগিত রয়েছে এমন দলের প্রতীক ব্যালটে থাকবে না।

প্রবাসীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন

এবারের নির্বাচনে বেশ কিছু নতুনত্ব নিয়ে আসছে ইসি। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা এবং দেশের ভেতরে থাকা ভোটের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও কয়েদিরা। এছাড়া এবারই প্রথমবারের মতো জোট করলেও নিজ দলের প্রতীকের বাইরে অন্য কোনো দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ রাখেনি ইসি।

অংশ নিচ্ছে অর্ধশতাধিক দল

এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত অর্ধশতাধিক দল নির্বাচনে অংশ নিতে পারবে। তবে আওয়ামী লীগ ভোটের বাইরে থাকলেও জাতীয় পার্টির বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, যে সব দলের নিবন্ধন রয়েছে তাদের ভোটে অংশ নিতে কোনো বাধা নেই। বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দল ৫৬টি। এই সংখ্যা ভোটের আগেই আরও বাড়তে পারে।

আচরণবিধি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে। অন্যথায় নির্বাচনি আচরণবিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরপরই মাঠে নেমে যাবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটিও।