কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাঘারপাড়ায়
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2025 ইং
বাঘারপাড়া অফিস : যশোরের বাঘারপাড়ায় ২০২১-২২, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পারফরমেন্স
বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের অর্থায়নে ও এসইডিপি
(সেকেন্ডারি এ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রগ্রাম) প্রকল্পের আওতায় ৩৯জন কৃতি
শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে সম্মাননার ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ দেওয়া হয়।
উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকালে
বাঘারপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন।
বাঘারপাড়া
উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকারের সভাপতিত্বে এদিন অনুষ্ঠানের শুরুতে
ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের উদ্দেশ্যে শোক ও এক মিনিট নিরবতা পালন
করা হয়।
এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরকারি
শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও অনুষ্ঠানের বিশেষ অতিথি
প্রফেসর মীর কাসেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা
মোঃ আশিকুজ্জামান।
এসময় আরও বক্তব্য রাখেন, বীর
প্রতিক ইসহাক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুস্তাক মোরশেদ, জহুরপুর রামগোপাল
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ জাকির হোসেন, নারিকেলবাড়িয়া
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেন, চিত্রা মডেল কলেজের
ম্যানেজিং কমিটির সভাপতি শামীম আক্তার, রতন কুমার
সাহা,
মোঃ সিদ্দিকুল্লাহ ও শিক্ষাথর্ী তাসলিমা খাতুন লিজা। এসময় উপজেলার বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নৈতিক
ও মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি
মাহফুজুল হোসেন বলেন, শুধু সনদধারী হলে হবে না। সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনে
নিজেকে ডেডিকেট করতে হবে।
ব্যক্তি বা
পরিবারতান্ত্রিক ভাবনা কখনো একটি দেশের জন্য মঙ্গল বয়ে আনে না। সামষ্টিক
চিন্তাই পারে রাষ্ট্রকে বদলে দিতে। এসময় দেশের যে কোনো নেতৃত্বে মেধাবীদের
অংশগ্রহনের আহ্বান জানান।
আলোচানা শেষে ২০২১-২২,
২০২২-২৩ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের ১৯ জন কৃতি শিক্ষার্থীকে (জিপিএ-৫
প্রাপ্ত) নগদ ২৫ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে। একই
শিক্ষাবর্ষের
এসএসসি ও সমমানের ২০ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :