• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাকসু নির্বাচন স্থগিত: নতুন তারিখ ১৬ অক্টোবর


FavIcon
বুলবুল হোসেন
নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

 রাজশাহী প্রতিবেদক  উদ্ভূত পরিস্থিতির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর, অর্থাৎ শারদীয় দুর্গাপূজার পর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের জরুরি বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এফ নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই নতুন তারিখ ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়। এর পেছনে দুটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে: প্রথমত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি চলছে এবং দ্বিতীয়ত, নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই পরিস্থিতিতে একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন সর্বসম্মতিক্রমে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান অস্থিরতার কারণে জাতীয়তাবাদী ছাত্রদল নির্বাচন পেছানোর পক্ষে ছিল, অপরদিকে ইসলামী ছাত্রশিবির ২৫ সেপ্টেম্বরই নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছিল।