• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাজনীতি থেকে সরে দাঁড়ালেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ শোয়াইব হোসেন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

জুলাই আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ শোয়াইব হোসেন যশোরের রাজপথে সক্রিয় উপস্থিতির জন্য পরিচিত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন কর্মসূচিতে নিয়মিত অংশ নিলেও তিনি কখনোই জেলা কমিটির কোনো পদে ছিলেন না। বরং জাতীয় নাগরিক কমিটির মতো অরাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত থেকে তিনি রাজপথের কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

তবে এবার সব ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

শোয়াইব লিখেছেন,
“২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমার রাজনীতিতে পথচলা শুরু। এরপর ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা প্রথা পুনর্বহালের প্রতিবাদ থেকে শুরু হওয়া আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। একদফা আন্দোলন এবং পরবর্তী সময়ে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে একটি বিপ্লবের অংশ হতে পেরে গর্বিত। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা অন্য কোনো সংগঠনের কমিটিতে ছিলাম না। ছিলাম কেবল রাজপথের কর্মী, যুক্ত ছিলাম জাতীয় নাগরিক কমিটির মতো অরাজনৈতিক প্ল্যাটফর্মে। আপাতত সবকিছু থেকে সরে দাঁড়াচ্ছি। তবে যদি রাষ্ট্র কখনও আমাকে ডাকে, আবারও রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। আলবিদা।”

তার এই ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তাকে ধন্যবাদ জানিয়েছেন রাজপথে সক্রিয় ভূমিকা রাখার জন্য, কেউ কেউ আবার তার ফেরার অপেক্ষায় রয়েছেন।