• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

রাত পোহালেই অভয়নগরে মটরশ্রমিক ইউনিয়নের নির্বাচন


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


মাসুদ তাজ, অভয়নগর: রাত পোহালেই অভয়নগরে ‘যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন’র ত্রী বার্ষিক সাধারণ নির্বাচন। এবারের নির্বাচনে ২৯টি পদের জন্য ৬২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৮ হাজার ১৯৯ জন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত এই সংগঠনের রেজিস্ট্রেশন নম্বর-৬৯৮ খুলনা। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০টি কেন্দ্রে আগামীকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে ২৯টি পদের জন্য প্রতিদ্বন্দিতা করছেন ৬২ জন প্রার্থী। সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করছেন চশমা প্রতীক নিয়ে রবিউল হোসেন এবং ঈগল প্রতীক নিয়ে এস এম রফিকুজ্জামান টুলু। কার্যকরী সভাপতি পদে কলস প্রতীক নিয়ে আমিন মোল্যা এবং টায়ার প্রতীকে হাবিবুর রহমান। ৫টি 
সহসভাপতি পদের জন্য প্রতিদ্বন্দিতা করছেন ৭জন প্রার্থী। তারা হলেন, চাঁদ প্রতীকে আবুল কাশেম, টুপি প্রতীকে এইচ এম মহসিন, ডালিম প্রতীকে এম আক্তারুজ্জামান লিটন, ডাব প্রতীকে বাকীউজ্জামান রানা, জগ প্রতীকে বিল্লাল হাওলাদার, টিউবওয়েল প্রতীকে মাহমুদ কবির ও শাপলা প্রতীকে হারুন উর রশিদ। 

সাধারণ সম্পাদক পদে আনারস প্রতীকে আবুল কালাম আজাদ, তরবারী প্রতীকে জিয়াউর রহমান ও প্রজাপতি প্রতীকে রাজু আহম্মেদ প্রতিদ্বন্দিতা করছেন। যুগ্ম সম্পাদক পদে রুই মাছ প্রতীকে ফারুক শেখ, কুড়াল প্রতীকে মোতাহার হোসেন ও মটরসাইকেল প্রতীকে রুহুল আমিন পাটোয়ারী প্রতিদ্বন্দিতা করছেন। ৫টি সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন ৮ জস প্রার্থী। তারা হলেন, বেবিটেক্সি প্রতীকে আসাদুল ইসলাম লিটন, দোয়লে পাখি প্রতীকে নুর শেখ, জাহাজ প্রতীকে বাবুল শেখ, বই প্রতীকে বদিউজ্জামান, কেটলি প্রতীকে মিজানুর রহমান, টেবিল প্রতীকে সৈয়দ শামছুর আলম (বাবলা), হরিণ প্রতীকে সোহরাব গাজী ও টেবিল ল্যাম্প প্রতীকে সম্রাট হোসেন বাবু। 
সাংগঠনিক সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকে মানিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে প্রাইভেটকার প্রতীক আব্দুর রশিদ মনা ও কোষাধ্যক্ষ পদে ফুটবল প্রতীকে আবুল কালাম আকন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। আইন বিষয়ক সম্পাদক পদে টেবিল ফ্যান প্রতীকে আব্দুল্লাহ আল হাকিম ও ঘুড়ি প্রতীকে ইকরাম হোসেন প্রতিদ্বন্দিতা করছেন। প্রচার সম্পাদক পদে হাঁস প্রতীকে বাদশা সরদার, দপ্তর সম্পাদক পদে আপেল প্রতীকে রেজাউল হোসেন রানা এবং শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক পদে কাপ পিরিচ প্রতীকে লিটন মোল্যা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্ট্যারিং হুইল প্রতীকে শহিদুল ইসলাম ও ব্যাট বল প্রতীকে সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দিতা করছেন।  লাইন সম্পাদক পদে মোরগ প্রতীকে বাবু শেখ, বাস প্রতীকে মামুনুর রহমান ও উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন রবিউল ইসলাম।


কার্যনির্বাহী সদস্য ১০টি পদের জন্য প্রতিদ্বন্দিতা করছে ২৪ জন প্রার্থী। তারা হলেন, মাইক প্রতীকে আশরাফ গাজী, সিলিং ফ্যান প্রতীকে আবুল কালাম, ঘোড়া প্রতীকে আরিফুল ইসলাম, তাল প্রতীকে আনোয়ার হোসেন, মোবাইল ফোন প্রতীকে কামাল হোসেন মিলন, বালতি প্রতীকে জালাল খন্দকার, বক প্রতীকে ফারুক হোসেন (বাঘা), ঠেলাগাড়ী প্রতীকে ফারুক হোসেন (মিঠু), হেলিকপ্টার প্রতীকে ফিরোজ হোসেন, টেলিফোন প্রতীকে বাচ্চু মোল্যা, রেলগাড়ী প্রতীকে বাবুল ইসলাম, তালা প্রতীকে মাহাবুব হোসেন মোল্যা, লাটিম প্রতীকে মনিরুল ইসলাম, টেবিল ঘড়ি প্রতীকে মনির সিকদার, একতারা প্রতীকে মোহাম্মদ মজুমদার, আলমারী প্রতীকে রবিউল ইসলাম, হাতী প্রতীকে রিজাউল ব্যাপারী, ময়ূর প্রতীকে রেজাউল হাওলাদার, সেলাইরেঞ্জ প্রতীকে রিজাউল শেখ, বাল্ব প্রতীকে রুবেল হোসেন, উট প্রতীকে শরিফুল ইসলাম, রেডিও প্রতীকে শরিফুল ইসলাম সাগর, সেলাই মেশিন প্রতীকে শহিদুল ইসলাম ও ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিবতা করছেন সুমন রশিদ খাঁন।   

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান বলেন, এবারের মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা করছি। কমিটির সদস্য নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের প্রচেষ্টায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে নির্বাচনী সকল কার্যক্রম পরিচালিত করা হবে।