• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইয়াবার মামলায় চৌগাছার মাদক ব্যবসায়ী মহিনুর ইসলামের ৬ মাসের কারাদন্ড


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : ইয়াবার মামলায় চৌগাছার হাউলি গ্রামের মাদক ব্যবসায়ী মহিনুর ইসলামকে ৬ মাসের কারাদÐ ও অর্থদÐের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। রোববার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহিনুর ইসলাম হাউলি গ্রামের পশ্চিমপাড়ার মৃত তেলোয়াত হোসেনের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২১ সালের ১২ ডিসেম্বর যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা মহিনুরের বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে আটক ও বাড়ির দ্বিতীয় তলার রুম তল্লাশি করে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আকবর আলী বাদী আটক মহিনুর ইসলামের বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি মহিনুরকে অভিযুক্ত করে ২০২২ সালের ১৮ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকার কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক এসএম শাহীন পারভেজ। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মহিনুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক কাতে ৬ মাসের সশ্রম কারাদÐ, ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদÐের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত মহিনুর রহমান আপিলের শর্তে জামিনে মুক্তি পেয়েছে।