• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫, ৬:২১
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন। এর আগে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে হাদির জানাজা এবং বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার দাফন সম্পন্ন হয়।

শাহবাগে বিক্ষোভ ও আলটিমেটাম: বিকেলে শাহবাগে জড়ো হয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদির মৃত্যু কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি বর্তমান প্রশাসনের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা রাজপথে নেমে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

জাতীয় কবির পাশে দাফন: বিক্ষোভ সমাবেশের আগে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়। দাফনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক কমিটির হাসনাত আবদুল্লাহসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও হাদির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংসদ প্লাজায় জানাজা: এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের লাখো মানুষ অংশগ্রহণ করেন। জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে উপস্থিত জনতা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।

বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত নিশ্চিত করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।